বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে নেপাল : নেপাল রাষ্ট্রদূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৭০৮ বার পড়া হয়েছে
এই মুহূর্তে বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ নেপাল সরবরাহ করতে পারবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
নেপালের বিদ্যুৎ খাতে একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পর এর পরিমাণ আরও বাড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকালে গণভবনে সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। ইরানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে তার দেশ।