ইসরায়েলি বাহিনীর গু’লিতে ৪ ফিলিস্তিনি নি’হত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৭৭১ বার পড়া হয়েছে
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৯ জন আহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্র জানান, সকালে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা নাবলুস শহরে ঢুকে পড়ে। এ সময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নাবলুসে জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন। সংঘর্ষ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দু’ সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী নাবলুস অবরোধ করে রেখেছে। প্রতিবাদে ফেটে পড়েছে ফিলিস্তিনীরা। তারা নিহতদের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে।



























