ঝিনাইদহে গৃহবধু নি’র্যাতন : স্বামী ও সতীনের যাবজ্জীবন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৭২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে গৃহবধুকে পাশবিক নির্যাতনের দায়ে স্বামী ও সতীনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ দেন। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার একটি ভাড়া বাসায় প্রথম স্ত্রী নুরুন্নাহারকে ডেকে নেয় তার স্বামী শহিদুল ইসলাম। সেখানে দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুনের সহযোগিতায় রড দিয়ে বেধড়ক পেটালে জ্ঞান হারিয়ে ফেলে নুরুন্নাহার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর দিন দুই জনকে আসামী করে মামলা দায়ের করে নুরুন্নাহার।