বিএনপি-জামায়াত দেশকে আবারও অস্থিতিশীল করছে : নানক
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
 - / ১৭৮৫ বার পড়া হয়েছে
 
বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত প্রবীণ কৃষিবিদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে দলের আরেক সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নেই।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ শীর্ষক এ সম্মেলনে দেশের প্রবীণ কৃষিবিদদের নিয়ে বসে এ মিলন মেলা।
প্রবীণদের এ সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, পুরনো অপ-শক্তি ফের মাথা ছাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠি।
চলমান বৈশ্বিক সংকটে বাংলাদেশ যখন চ্যালেঞ্জের মুখে তখন বিএনপি নতুন ষড়যন্ত্রের জাল বুনছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে জানান, দলের আরেক সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
																			
																		














