আন্দোলন জমাতে উস্কানী দিয়ে লা’শ ফেলতে চায় বিএনপি : কাদের

- আপডেট সময় : ০৭:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
আন্দোলন জমাতে উস্কানি দিয়ে বিএনপি লাশ ফেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুলনায় মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘট ডেকেছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে বিসিএস উইম্যান নেটোয়ার্ক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনায় সমাবেশে যোগদানে বাধা ও বিএনপির নেতাকর্মিদের গণ গ্রেফতারের অভিযোগ সত্য নয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘নিরাপদ সড়ক দিবসের’ আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির উস্কানিতে পা দেবে না আওয়ামী লীগ।
বিএনপি ২০১৩-১৪’র মতো সহিংসতা করতে চাইলে, সমুচিত জবাব দেয়া হবে বলেও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।