খুলনার গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : দুদু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
 - / ১৮৭২ বার পড়া হয়েছে
 
সব বাধা পেরিয়ে খুলনার গণসমাবেশে জনসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রশাসনের কেউ এই কর্মসূচি বন্ধ করতে পারবে না বলে জানান তিনি।
দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দুদু বলেন, খুলনার গণসমাবেশকে পণ্ড করতে ইতোমধ্যে বিভাগের বিভিন্ন এলাকায় ধরপাকড় ও নেতা-কর্মীদের বাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশ। অবিলম্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
আগামী গণসমাবেশে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। মঞ্জু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের মহাসচিব সমাবেশে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন।
																			
																		














