সাবেক ও বর্তমান ১৪ জনকে নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক

- আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
নির্বাচন আয়োজনের বিষয়ে পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ, কে এম নূরুল হুদা ও কাজী রকিব উদ্দীন আহমদসহ ১৪ জনকে নিয়ে বৈঠকে বসেছে বর্তমান নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে বেলা এ ১১টায় বৈঠক শুরু হয় । প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে বর্তমান নর্বাচন কমিশনাররা ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ অংশ নিয়েছেন। এছাড়া সাবেক ইসি সচিব ড. মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ, এম এন রেজা, ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান বৈঠকে যোগ দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আগেও সাবেক সিইসি, ইসিদের সঙ্গে বৈঠক করে কমিশন। নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, নির্বাচন করতে কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং তা থেকে উত্তরণে সাবেক কর্মকর্তারা কী পন্থা অবলম্বন করেছিলেন সেইসব অভিজ্ঞতা নিতেই এই বৈঠক।