প্রধানমন্ত্রীত্ব হারানোর শঙ্কায় লিজ ট্রাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
দায়িত্ব গ্রহণের ৪০ দিনের মাথায় প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে না পারায় পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি।
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১’শ জনেরও বেশি এমপি লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি দিতে প্রস্তুত। এমপিরা মনে করেন, ট্রাসকে দিয়ে বেসামাল অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব না। ফলে ফের সাধারণ নির্বাচনের দিকে যেতে পারে ইউরোপের প্রভাবশালী এই দেশ। ব্রিটেন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেন। ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকে এই সংকটের কারণেই ব্রিটেন তিনজন প্রধানমন্ত্রীকে হারিয়েছে।