বাংলাদেশের সঙ্গে ব্রুনাইয়ের এক চুক্তি ও ৩ সমঝোতা
- আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
ব্রুনাই দারুস সালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শুরু হয়। এরপর দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। আলোচনা শেষে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই হয় দু’দেশের মধ্যে। পরে, বৈঠকের বিষয়বস্তু নিয়ে ব্রিফিং করেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, ব্রুনাইয়ের কাছে বাংলাদেশ যা যা চেয়েছে, সবই দেয়ার সম্মতি দিয়েছেন ব্রুনাইয়ের সুলতান।























