গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী
																
								
							
                                - আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
 - / ১৭৪১ বার পড়া হয়েছে
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। যার জন্য সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বর্তমানে যে কোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সেনাবাহিনীর প্রতি আহবান জানান তিনি। সকালে সাভার সেনানিবাসে এরিয়া সদর দপ্তরে পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাভার সেনানিবাসে এরিয়া সদর দপ্তরের সার্বিক তত্বাবধানে ৭১ মেকানাইজড ব্রিগেড ১৫, ই-বেংগল ৪০, ৯ বীর ও ১১ বীর মেকানাইজড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভাচূয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় পতাকা উত্তোলন অবলোকন করেন সরকার প্রধান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির পক্ষে। সশস্ত্র বাহিনীকে আধুনিক সমরাস্ত্র পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং দেশ গড়ার কাজে আরো বেশি আত্বনিয়োগের আহবান জানান সরকার প্রধান।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী।
দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একজন মানুষও ভুমি ও গৃহহীন থাকবে না।
																			
																		














