মানিকগঞ্জের মাদ্রাসা ঘাটে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ
- আপডেট সময় : ১০:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়ায় গাজীখালী নদীর উপর বাছট গ্রামের মাদ্রাসা ঘাটে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে ৩০ গ্রামের লাখো মানুষ। শিক্ষার্থীসহ স্থানীয়দের জীবন ঝুঁকি নিয়েই নদী পার হতে হয় প্রতিনিয়ত।
গাজীখালী নদীর সাটুরিয়া উপজেলার বাছট গ্রামের বৈলতলা মুগ্দম পাড়া মাদ্রাসা ঘাট দিয়ে সাটুরিয়া উপজেলার ২০টি এবং ঢাকার ধামরাই উপজেলার ১০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়ত করেন। নদীর এক পাড়ে মাদ্রাসা আরেক পাড়ে ধামরাইয়ের ঐতিহ্যবাহী প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়। এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী প্রতিদিন ঝুকি নিয়ে খেয়া পার হয়ে যাতায়ত করে । একটি খেয়ায় উঠতে না পারলে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হয়।
আবার সন্ধার পর খেয়া বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন রোগী, গার্মেন্টস কর্মীসহ পথচারীরা। নদী ঘেষা সাটুরিয়া উপজেলার লেবুসহ বিভিন্ন সবজি হাট বাজারে নিতে বিড়ম্বনায় পড়েন কৃষকরা। সম্প্রতি এক লেবু চাষী নদী পার হতে গিয়ে ঝাকার নিচে পড়ে মৃত্যু হয়।
বাছট ব্রিজ বাস্তবায়ন সংগ্রাম কমিটি নামে একটি সংগঠন সভা,সমাবেশ এমনকি মাঝ নদী ও নদী পাড়ে মানবন্ধন করেছে।
অনুর্ধ ১০০ মিটার প্রকল্পের আওতায় এ স্থানে ৪৫ মিটার ব্রিজের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ব্রিজটি নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।






















