দেশের বিভিন্ন জেলায় ভূক্তভোগীদের মানববন্ধন

- আপডেট সময় : ০৭:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু দাবিতে মানববন্ধন হয়েছে স্থানীয় ভূক্তভোগিরা।
নকল ব্যান্ডরোল যুক্ত কমদামি বিড়ি বিক্রি বন্ধ ও রাজস্ব ফাঁকির প্রতিবাদে ৫ দফা দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিড়ি মালিক ও শ্রমিক ইউনিয়ন। সকালে শহরের চৌরাস্তা মোড় নাজমুল চত্বরে অবস্থিত কাস্টমস অফিসের সামনে এ কর্মসুচি পালিত হয়। কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই। বক্তারা দেশ উন্নয়ন, অগ্রগতি ও প্রকৃত বিড়ি মালিকদের স্বার্থে নকল বিড়ি বন্ধ এবং শুল্ক ফাঁকি দেয়া অবৈধ বিড়ি কারখানা বন্ধের দাবি জানান।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ কর্তৃক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কর্মান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুকে হত্যার হুমকীর প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে মুক্তিযোদ্ধারা অবিলম্বে ওই ছাত্রলীগ নেতাকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থার নেয়ার দাবি জানান।
মুন্সীগঞ্জে নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। মনববন্ধনে ক্ষতিগ্রস্থরা ওই নারীর বিচার দাবি করেন।
দিনাজপুরের পার্বতীপুরের মোস্তফাপুর ৭ নম্বর ইউনিয়নের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে সড়ক পথে ভিসাচালুর দাবি জানিয়ে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার দর্শনাবাসী।