বর্তমান শিক্ষা ব্যবস্থায় নাস্তিক ধ্যান-ধারণা তৈরি হচ্ছে : ইসলামী আন্দোলনের আমীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:০১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নাস্তিক ধ্যান-ধারণা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমীর, চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এজন্য তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থা ও সরকারকে দায়ী করেন।
সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনিস্টিউশনে ‘ধর্মীয় শিক্ষার অবস্থান’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মুফতি রেজউল করিম। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে নিজেদের মতো করে পাঠ্যপুস্তকের নতুন রূপরেখা তৈরি করেছে সরকার। সেই শিক্ষা ব্যবস্থায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা চিন্তা করা হয়নি। ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুফতি সৈয়দ রেজাউল করিম।