নুসরাত হত্যা মামলার রায় বাতিল করে পুনঃতদন্তের দাবী

- আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলার রায় বাতিল করে পুনঃতদন্তের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফাসিঁর দন্ডপ্রাপ্ত ১৬ আসামীর পরিবারসহ স্থানীয়রা।
দুপুরে সোনাগাজী উপজেলা বাজারের জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি আত্মহত্যা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীসহ কিছু কুচক্রীমহল ঘটনাটিকে হত্যার নাটক সাজিয়ে ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের ফাসিঁয়েছে।তাই মামলার আসামীদের বিরুদ্ধে ফাসিঁর রায় বাতিল করে ঘটনা পুনঃতদন্তের দাবী তোলেন তারা।
২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসা থেকে নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান।ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান ৮ই এপ্রিল সোনাগাজী থানায় মামলা করলেও পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।ঘটনায় একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়।