ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন গোপালগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক
- আপডেট সময় : ০২:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক মো: নজরুল ইসলাম পান্নু। আর এতে সারা পড়েছে জেলায়। পুরো মৌসুমে প্রায় ২৫ লাখ টাকা ফল বিক্রির আশা করছেন তিনি। সারা জেলায় ড্রাগন ফলের চাষ ছড়িয়ে দিতে কাজ করেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম পান্নু। অবসরে পরিবারের সদস্যদের পরামর্শে ড্রাগন ফলের বাগান করার সিদ্ধান্ত নেন।
চলতি বছরের মে মাস থেকে ফল ধরা শুরু হয় তার বাগানে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ফল ধরবে। প্রতিদিনরে ৩০ কেজির ফলের বাজার মূল্য আড়াই’শ থেকে সাড়ে তিন’শ টাকা কেজি।
ড্রাগন ফলের বাগানে পরিবারের অন্যান্য সদস্যদের পাশিপাশি অনেক শিক্ষার্থী পার্ট টাইম কাজ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।
বিভিন্ন পোকা ও রোগের হাত থেকে ড্রাগনের গাছ বাঁচাতে পরামর্শ ও সহায়তা দিচ্ছে একটি ঔষধ কোম্পানী এ প্রতিনিধি।
বিনিয়োগ বেশি লাগলেও ড্রাগন ফল চাষ লাভজনক একটি চাষাবাদ।
নিজেরদের ভাগ্য ফেরাতে সঠিক চারা সংগ্রহ করে ও পরামর্শ নেয়ার আহবান এই সফল চাষীর




















