জামায়াত আর বিএনপি একই পথে হাঁটছে: ইনু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
 - / ১৭৩৯ বার পড়া হয়েছে
 
- জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত আর বিএনপি একই পথে হাঁটছে। জনগণকে পথভ্রষ্ট করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তারা।
 
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় একথা বলেন ইনু। বিএনপি আর জামায়াত-শিবির দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। এসময় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্বাভাবিক সরকার গঠন করতে মরিয়া হয়ে উঠেছে। বাংলার মাটিতে তারা তালেবান সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে দাবি করেন তিনি।
- মুক্তিযোদ্ধাদের নিয়ে বঙ্গবন্ধুর কন্যা ছাড়া, আর কোন সরকারই কাজ করেনি বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা মহাজোটের নেতারা।
 
জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত অনুষ্ঠানে তারা একথা বলেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রকার সহায়তা দিয়ে তাদের সুস্থ-সুন্দর জীবনমান নিশ্চিত করেছে। দেশের মানুষের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু-কন্যা নিরলস পরিশ্রম করছেন বলেও জানান মুক্তিযোদ্ধা মহাজোট নেতারা। তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সব চ্যালেঞ্জকে সম্ভাবনায় রুপ দিয়ে দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার।
																			
																		














