গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা জানানো শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৪২ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু অতিক্রম করে তার গাড়ি বহর। চতুর্থ বারের মত সড়ক পথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানা।
এদিকে দুপুরে পরিবার ও কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। বেলা পৌনে দুইটায় বঙ্গভবন থেকে রওনা হওয়ার কথা। এসময় সড়কপথে পদ্মা সেতু পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় যাবেন। তার সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।