আর্থ-সামাজিক সুরক্ষায় প্রবীণদের অধিকার নিশ্চিতের দাবি

- আপডেট সময় : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’। দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। আলোচনা সভায় সার্বিক কল্যাণ ও আর্থ-সামাজিক সুরক্ষায় প্রবীণদের অধিকার নিশ্চিতের দাবি জানান।
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এ শ্লোগান নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে রেলী বের করা হয়।
জামালপুরেও শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে।
নানা আয়োজনে রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে রেলি রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কল্যাণমূলক সংগঠন তরুণ সংঘের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই কর্মসুচি পালিত হয়। এসময় বক্তারা, সার্বিক কল্যাণ ও আর্থ-সামাজিক সুরক্ষায় প্রবীণদের অধিকার নিশ্চিতের দাবি জানান।
ছাড়াও মেহেরপুর, সাতক্ষীরা ও মানিকগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।