বিদেশিদের কথায় র্যাব সংস্কারের প্রশ্নই আসে না : নবনিযুক্ত র্যাবের মহাপরিচালক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিদেশিদের কথায় রেব সংস্কারের প্রশ্নই আসে না বলে সাফ জানালেন, নবনিযুক্ত রেব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। বলেন, রেব নির্দিষ্ট কিছু আইনের অধীনে পরিচালিত হয়। আইনের বাইরে কোনো কাজ করে না। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষ এসব কথা বলেন খুরশীদ হোসেন।
রেবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন।পরদিনই ধানমন্ডি ৩২ নম্বরে যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা শেষে রেবের নতুন ডিজি জানান, দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গী নির্মূল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সংস্থাটির সংস্কারের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের দেয়া মন্তব্যের কড়া জবাব দেন নতুন ডিজি।
শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তায় রেব সচেষ্ট আছে বলেও জানান, এম খুরশীদ হোসেন।