বিভক্তি থাকলে কখনো উন্নয়ন হতে পারে না: নৌপরিবহণ প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিভক্তি থাকলে কখনো উন্নয়ন হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দিনাজপুরের বিরল উপজেলায় অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন সংহত করতে এক সম্প্রীতি সমাবেশে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, জাতীয় পতাকার সঙ্গে বাসের লাঠি বেঁধে দেশে সরকার পরিবর্তন সম্ভব নয়।এ দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিরল উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওসারের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগরসহ বিভিন্ন পূজা মন্ডপের আয়োজকরা।