বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ ।
ইলিশটি ৫ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান। গতকাল সন্ধ্যায় আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে এই ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসা হয়। এসময় মাছ দেখতে ভীড় জমান স্থানীয়রা। মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুজিবুর রহমান। আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, মাছটি এ বছরের সবচেয়ে বড় এবং ভালো দামও পেয়েছে জেলে।