চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় বসতঘরে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেন আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। জানান, শুক্রবার থেকে নিহত দম্পতির জামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তালা ভেঙে দু’জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলেও জানান তিনি।