পুলিশ সরিয়ে দিলে আ’লীগ রাজপথে টিকে থাকতে পারবে না : রুমিন ফারহানা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
পুলিশ সরিয়ে দিলে আওয়ামী লীগ রাজপথে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। রাজশাহীতে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীসহ রাজশাহী বিএনপির শীর্ষ নেতারা। ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক এ সভায় রুমিন ফারহানা বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করা হবে। এতে দেশ স্বৈরশাসক বা একনায়কতন্ত্রের কবলে পড়বে না।