আগামী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু প্রকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
আগামী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু প্রকাশ করেছে আইসিসি। আগামী দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনের ওভালে আর ২০২৫ সালের ফাইনালটি হবে লর্ডসে। এর আগে ২০১৯ সালে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালও হয়েছিল ইংল্যান্ডে। সাউথ্যাম্পটনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছিল নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্র চলে দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল। এবারের চক্রে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। আর ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।