পি কে হালদার ও ৫ সহযোগীকে আগামী মার্চে বাংলাদেশে পাঠাবে ভারত

- আপডেট সময় : ০৭:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় অর্থ পাচারকারী পি কে হালদারকে আগামী মার্চ মাসের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত।কোলকাতায় এ তথ্য জানিয়েছেন ভারতের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা- ইডি’র আইনজীবী।
বৃহস্পতিবার কোলকাতার বিশেষ আদালত পি কে হালদারসহ ৬ জনকে ১৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার আদেশ দেয়। ওইদিন পরবর্তী শুনানী অনুষ্ঠিত হবে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা- সিবিআইয়ের ৪ নম্বর আদালতের বিচারপতি বিদ্যুৎ কুমার এই নির্দেশ দেন। ইডি জানায়, মামলাটি দ্রুত নিষ্পত্তির শুনানি শেষে রায় পেলে তাদের বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হবে। মে মাসে পি কে হালদার ও তার আরও পাঁচ সহযোগীকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। ধরা পড়ার পর এখন কোলকাতায় বন্দী আছে পি কে হালদার। সেখানে তার বিচার চলছে। বাংলাদেশ থেকে চার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় এনআরবি গ্লোবাল ব্যাংকের এই সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার।