নেতা কর্মীদের রাজপথে লাঠি হাতে নামার নির্দেশ গয়েশ্বরের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সামনের দিন গুলোতে নেতা কর্মীদের রাজপথে লাঠি হাতে নামার নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কাউকে আঘাত করার জন্য নয় বরং আত্মরক্ষায় এ লাঠি ব্যবহার হবে বলে জানান তিনি।
রাজধানী মিরপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর রায়। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে জনসভায় নেতারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হচ্ছে এর দায় সরকারকেই নিতে হবে। আওয়ামীলীগ নির্বাচন কমিশনকে দিয়ে ইভিএমএ ভোট চুরির ষড়যন্ত্র করছে। ইসি ক্ষমতাসীনদের হয়ে কাজ করছে। বর্তমান কমিশনের প্রতি জনগণের কোন আস্থা নেই। জনসভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় হতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।