কিশোরগঞ্জে হয়ে গেল শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে হয়ে গেল শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা। শরতের পড়ন্ত বিকেলে নৌকাবাইচ দেখতে ব্রহ্মপুত্র নদের পাড়ে ভীড় করেন লাখো মানুষ। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এমন আয়োজন ভবিষ্যতেও ধরে রাখার কথা জানান আয়োজকরা।
বছর ঘুরে আবারো ছলাৎ ছলাৎ শব্দে গর্জে উঠলো ব্রম্মপুত্রের জলে সুজন মাঝির বৈঠা। উৎসবে মাতোয়ারা প্রায় তিন কিলোমিটার ব্রম্মপুত্র নদের তীর। বছর জুড়ে এ দিনটির জন্য অধির আগ্রহে অপেক্ষায় থাকেন কিশোরগঞ্জসহ পাশের জেলা ময়মনসিংহের ক্রীড়া প্রেমীরা। আনন্দমুখর এ ক্ষণে সামিল হতে সকাল থেকেই জেলার হোসেনপুরের সাহেবেরচর ছুটে আসেন লাখো দর্শক।
এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগিরাও।
স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় নৌকাবাইচ। বাঙালির প্রাণের এ উৎসবকে ধরে রাখার চেষ্টা করা হবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
দারুণ উত্তেজনাপূর্ণ নৌকাবাইচ প্রতিযোগিতায় ছোট, বড়, মাঝারি তিনটি ইভেন্টে ১৮টি নৌকা নিয়ে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

























