মিরপুরের সমাবেশে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিএনপির ঢাকা উত্তর শাখার নেতাকর্মীদের সমাবেশে হামলার অভিযোগ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে বাদী হয়ে ঢাকা বারের সাবেক সেক্রেটারি মো.ওমর ফারুক ফারুকী মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। মামলায় আসামি করা হয়েছে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগ সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার,ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেন।
এছাড়া আরও ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার দিন জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে সমাবেশ করে দলটি।