সাতটি নিত্য প্রয়োজনীয় পণ্যেরদাম কৃষি মন্ত্রণালয় বেঁধে দেবে : বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
৯টি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সাতটির দাম কৃষি মন্ত্রণালয় বেঁধে দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে জাতীয় প্রেসক্লাবে ওকাবের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বানিজ্য মন্ত্রনালয় শুধু ভোজ্যতেল ও চিনির দাম বেঁধে দিতে পারবে। সরকার মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রার ব্যবহার নিয়েও চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান সময়ে নিত্যপন্যের দাম বৃদ্ধিসহ সমসাময়িক বিষয়ে কথা বলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল ও চিনি ছাড়া বাকি নিত্যপন্যের দাম নির্ধারণের দায়িত্ব কৃষি মন্ত্রণালয়ের। তাই ওই মন্ত্রনালয়কে পন্যের দাম নির্ধারণের অনুরোধ জানাবে বাণিজ্য মন্ত্রণালয়।
এসময় টিপু মুন্সি বলেন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।
দাম সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে ডিমের আমদানীর কথা ভাবা হচ্ছে।