সভা-সমাবেশের নামে দেশজুড়ে বিএনপি তাণ্ডব চালাচ্ছে : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সভা-সমাবেশের নামে দেশজুড়ে বিএনপি তাণ্ডব চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টায় আছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন বিএনপি নেতারা দুর্নীতি, সন্ত্রাস ও খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত। তাদেরকে জনগণ ভোট দেবে না। শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলেও জানান মাহবুব উল আলম হানিফ।