চুয়াডাঙ্গায় দুই জায়গা থেকে প্রায় সাড়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় দুই জায়গা থেকে প্রায় সাড়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় ৩ পাচারকারীকে আটকসহ একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গেল রাতে ফরিদপুর থেকে প্রাইভেট কারে স্বর্ণবারের চালান নিয়ে দর্শনার দিকে যাওয়ার তথ্য পেয়ে রেলবাজার এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে তল্লাশি চালায় পুলিশ। এসময় প্রাইভেট কারের দরজা থেকে উদ্ধার করা হয় ৫টি স্বর্ণের বার। এছাড়া, চুয়াডাঙ্গার বারাদী সীমান্তে বিজিবির অভিযানে নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছ থেকে ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়।