নির্বাচনকালীন সরকার পরিচালনায় আইন সংস্কারের পরামর্শ টিআইবি’র

- আপডেট সময় : ০৭:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
নির্বাচনকালীন সরকার পরিচালনায় আইন সংস্কারের পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআইবি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, মন্ত্রী পদে বহাল থেকে নির্বাচন করলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। ইসির ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিলের পক্ষেও মত দেন তিনি।
আগামী বছর নভেম্বরে তফসিল আর ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটের দিন ঠিক করে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি।
পরদিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকারে নিরপেক্ষ ভূমিকার জন্য আইন সংস্কারের পক্ষে মত দেন টিআইবি।
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণতান্ত্রিক সুশাসন উত্তরণে করণীয়, শীর্ষক এই সংবাদ সম্মেলনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারে বিপক্ষে যুক্তিও দেন ড. ইফতেখারুজ্জামান।
আত্মশুদ্ধির চর্চা না থাকলে রাজনীতিতে অশনি সংকেত অপেক্ষা করছে বলেও হুশিয়ারি দেন তিনি।
জাতিসংঘের উদ্যোগে বিশ্বজুড়ে গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য ২০০৮ সাল থেকে প্রতি বছর ‘১৫ সেপ্টেম্বর’ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ।