মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদক ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীর ডিজিটাল ও উন্নত বাংলাদেশের অর্জন ধরে রাখতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখাই বড় চ্যালেঞ্জ। রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এর আগে রাজশাহী পুলিশ লাইনে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।