একনেক বৈঠকে ৮ হাজার ৭৪৯ কোটি ৬৮ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন

- আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কোন জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমির সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেক বৈঠক শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বৈঠকে ৮ হাজার ৭৪৯ কোটি ৬৮ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেক বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিক্ল্পনামন্ত্রী। তিনি জানান, বৈঠকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুশাসনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, চলমান প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।
সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।