রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

- আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ঢাকার বারিধারায় ব্রিটিশ হাই কমিশনে রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী স্ব-শরীরে উপস্থিত হলেন ব্রিটিশ হাই কমিশনে।
হাই কমিশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। হাই কমিশনে রাখা রাণীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শোক বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। পরে, ব্রিটিশ হাইকমিশনারের কাছে রাণীর সঙ্গে নিজের স্মৃতিকথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করে রানি দ্বিতীয় এলিজাবেথ। ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান তিনি। রাণীর মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এদিকে, বিকেলে রাণীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলও।