সাতক্ষীরায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

- আপডেট সময় : ০৬:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মশিয়ার মোড়াল নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছে স্বামী-স্ত্রীর মধ্যে। কিছু দিন আগে দুই বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরে থানায় অভিযোগ করেন স্ত্রী। গতকাল বিকেলে পুলিশ মশিয়ার মোড়লকে আজ বিকালে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। এ ঘটনার পর ভোরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা পরিত্যক্ত একটি পানির কূপে দুই বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে মোশারফ হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে উপজেলার লংগরপাড়া গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।