‘দেড়শ’ আসনে ভোট করতে কেনা হবে ২ লাখ ইভিএম

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
নতুন করে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম কেনার জন্য ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন।
এ নিয়ে আজ ইসি’র কমিশন বৈঠক হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই প্রকল্প প্রস্তাবটি আগামী সোমবার চূড়ান্তের পর তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আট হাজার কোটি টাকারও বেশি।
এর মধ্যে রয়েছে প্রায় ২ লাখ ইভিএম মেশিন ক্রয়, ইভিএম সংরক্ষণের ব্যবস্থা এবং ইভিএম সংক্রান্ত জনবল তৈরি। রাজনৈতিক বিতর্কের মধ্যেই আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তাদের হাতে এখন দেড় লাখ ইভিএম আছে। একদিনে ১৫০ আসনে ভোট করতে হলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন হবে।