জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে কর্মী নিহত হওয়ার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
দুপুরে শহরের রশিদপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগাবাইদ বোর্ডঘর বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, ভোটারবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় এসেছে। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। এই সরকারের পতন হলেই দেশের উন্নয়ন ঘটবে বলেও জানান তারা।

























