জনগণের বিপক্ষে গেলে র্যাবের মতো অন্যদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জনগণের বিপক্ষে অবস্থান নিলে রেবের মতো অন্য বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
জ্বালানি তেল, নিত্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়নগঞ্জে পুলিশের গুলিতে কর্মী হত্যার প্রতিবাদে রাজধানীর ১৬টি স্পটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চুরি ও দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে সরকার। সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা জেগে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজপথে নেমে আসায় তাদের ওপর গুলি চালাচ্ছে পেটুয়া বাহিনী। জনগণের বিপক্ষে না দাঁড়াতে প্রশাসনের প্রতি আবহান জানান মির্জা ফখরুল।