রাজশাহীর তালাইমারীতে নৌকাডুবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
রাজশাহীর তালাইমারী সাতবাড়িয়ার পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন তিন জন। রাজশাহী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
নৌকার বেশ কয়েকজন যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিন জন। নৌকাগুলো পদ্মার চর থেকে শহর পর্যন্ত যাত্রী আনা নেয়ার কাজ করে। স্থানীয়রা জানান, একটি নৌকায় ২৭/২৮ জন যাত্রী শহরের দিক থেকে চরের দিকে যাচ্ছিলেন। নদীতে স্রোত থাকায় হঠাৎ নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় ২৪/২৫ জন সাঁতরে উঠে আসতে পারলেও তিন জনকে পাওয়া যাচ্ছে না।