গলিপথে ক্ষমতায় আসতে বিএনপি অভ্যস্থ : ভূমি মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
গলিপথে ক্ষমতায় আসতে বিএনপি অভ্যস্থ বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তাদের হাতে দেশ নিরাপদ নয় ।
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের ভূমি ব্যবস্থাপনায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি পুরস্কার-২০২২ পাওয়ায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম. এ. লতিফ সহ চট্টগ্রাম চেম্বারের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।