জনসমর্থন না থাকায় সরকার সাজানো নির্বাচনের পাঁয়তারা করছে : জিএম কাদের

- আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
জনসমর্থন না থাকায় সরকার সাজানো নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় নির্বাচনে পরাজিত হলে অস্তিত্বের সংকট তৈরী হবে শাসক দলের মাঝে- এমন শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফরে উল্লেখযোগ্য কোন সফলতা আসেনি বলেও মত দেন জিএম কাদের।
সময় যত গড়াচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ততই উত্তপ্ত হচ্ছে মাঠের রাজনীতি।
নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের ইসি সিদ্ধান্ত থাকলেও রাজনৈতিক সমঝোতায় ব্যালটে ভোট গ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এমন পরিস্থিতিতে শনিবার এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, রাজনৈতিক সমঝোতার ধোঁয়া তুলে দায় এড়ানোর চেষ্টা করছে ইসি।
জনসমর্থন না থাকায় প্রহসনের নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরে তেমন কোনো অর্জন নেই বলেও মন্তব্য করেন গোলাম মোহাম্মদ কাদের।