স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন খানকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
রাজনৈতিক বিরোধের জেরে শরীয়তপুরের নড়িয়া পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন খানকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগেরই এক নেতার বিরুদ্ধে।
গতকাল রাতে নড়িয়া পৌরসভা গালর্স স্কুলের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানের সঙ্গে শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছ বেপারীর বিরোধ চলছিল। এরই জেরে মোকলেছ ও তার লোকজন মামুনের মাথায় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করে নূর হোসেন। এ ঘটনায় বাবা ও ভাইয়ার হাতে খুন হয় নূর। তিন দিন পর তার মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালপুর এলাকার আব্দুল করিম হাজীর বাড়ির পুকুর পাড়ে মাটি চাপা দেয়া হয় নূরের মরদেহ। এ ঘটনায় নিহতের বাবা বাবুল হোসেন ও ছোট ভাই এমাম হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
























