ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল ৫টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এদিন, আজমীর শরীফে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করবেন শেখ হাসিনা।
সকাল ৯টায় নয়াদিল্লির পালাম বিমান বন্দর থেকে জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এসময় তাকে বিদায় জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ। ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়পুর থেকে আজমির শরীফ যাবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সেখানে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করবেন শেখ হাসিনা। খাজা গরীবে নেওয়াজ দরগা শরীফ পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।