শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা দরকার : শিক্ষামন্ত্রী

- আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা দারকার বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, পাইলট প্রকল্পের পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে শিক্ষক বদলি শুরু হবে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা জানান তারা।
রাজধানীর ব্যানবেইস ভবনে ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত পার্টিশিপেশন প্রোগ্রামের চেক বিতরন অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের শিক্ষাবছরের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষক বদলি অনলাইনে শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এরপরেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
নীতিমালা মেনেই বদলি সম্পন্ন হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব।