সুষ্ঠু ভোট গ্রহণে ইসির যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ : কাদের

- আপডেট সময় : ০৮:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ যা যা চেয়েছে, ভারত সবই দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন, এমন কোনো কথা নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির যে কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ষড়যন্ত্র আর বিদেশিদের শক্তির উপর ভরসা করে বিএনপি। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ সংলাপে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংলাপে ওবায়দুল কাদের বলেন, ভারতের কাছ থেকে আওয়ামী লীগ যখন যা চেয়েছে তার সবটাই ভারত দিয়েছে। ভবিষ্যতে অভিন্ন সমস্যাগুলোরও সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের সিদ্ধান্তের সহযোগিতা করবে সরকার এমনটাই জানালেন তিনি
এদিকে, সচিবালয়ে সমসাময়িক বিষয় সাংবাদিকদের সাথে কথা বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্র আর বিদেশিদের শক্তিতে সহায়তা বিশ্বাস করে।
জনগণের সমর্থন পাওয়া আওয়ামী লীগ কখনো বিদেশী শক্তির দিকে তাকাতে হয়নি বলে মন্তব্য করেন তিনি।