উদার নীতির বাংলাদেশে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

- আপডেট সময় : ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শিল্প, অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লির আইটিসি হোটেলে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী ফোরামের বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সবচেয়ে উদার নীতি গ্রহণ করেছে। সেই সুযোগ ভারতীয় ব্যবসায়ীরা কাজে লাগাতে পারেন। পরে, মুক্তিযুদ্ধে শহীদ ও আহত ভারতীয় সেনা পরিবারের মাঝে মুজিব স্কলারশিপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নয়াদিল্লির আইটিসি হোটেলের বলরুমে, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি–এফবিসিসিআই এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই আয়োজিত ব্যবসায়িক ফোরামের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেশী বিনিয়োগে বাংলাদেশের নেয়া উদার নীতির সুযোগ গ্রহণ করতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইকোনোমিক জোনের পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে, আরো বেশী জমি বরাদ্দ দেয়ার আশ্বাস দেন শেখ হাসিনা।
বৈঠক শেষে সিআইআইর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের হাতে স্মারক উপহার তুলে দেয়া হয়।
পরে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আহত ভারতীয় সেনা পরিবারের সদস্যদের মাঝে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, নয়া দিল্লির আইটিসি হোটেলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী।