একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে ফিরছে এশিয়া কাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে ফিরছে এশিয়া কাপ। সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা।
ফেভারিট হিসেবে আসর শুরু করলেও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন এখন দোলাচলে ভারতের। আশা বাঁচিয়ে রাখতে শ্রীলংকাকে হারাতে হবে রোহিতের দলকে।
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে ভারতের। দীনেশ কার্তিকের একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে হেরে বাজেভাবে আসর শুরু করলেও এখন চালকের আসনে শ্রীলংকা।
বাংলাদেশ আর সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে উড়ছে শ্রীলংকা। এবার ভারতকে হারিয়ে ফাইনালের পথ সমৃদ্ধ করার লক্ষ্য লঙ্কানদের। দু’দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে ভারত। ২৫ দেখায় শ্রীলংকার ৭ জয়ের বিপরীতে ১৭ ম্যাচ জিতেছে রোহিত শর্মার দল।

























