যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ফাউন্ডেশনসহ কয়েকটি সংগঠন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসুচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনটির চট্টগ্রাম সভাপতি জিয়া হাবিব আহসানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। তারা বলেন, হাইড্রোলিক হর্নের যত্রতত্র ব্যবহারে শব্দ দুষণের কারণে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটছে চট্টগ্রামে। যা নিরব ঘাতক হিসেবে কাজ করছে। শুধু হাইড্রোলিক হর্নের শব্দেই প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হচ্ছে। শব্দ সন্ত্রাস বন্ধের পাশাপাশি টাইগারপাস, সিআরবি, বাটালিহিল, ডিসিহিলসহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ২১টি এলাকায় যানবাহনের হর্ন বাজানো বন্ধের দাবি জানায় সংগঠনটি।