বিএনপি নেতাদের শিষ্টাচার শেখা উচিত : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
খালেদা জিয়া, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের শিষ্টাচার শেখা উচিত হবে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলায় এ কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন… ডিইউজের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র কোকোর মৃত্যুতে দেখা করতে গিয়েছিলেন। তখন তাকে ঢুকতে না দিয়ে ২০ মিনিট দাঁড় করিয়ে রেখেছিল বিএনপি। তথ্যমন্ত্রী জানতে চান, এটা কি ধরনের শিষ্টাচার? মানবাধিকার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিচার ছাড়াই অন্ধকারে ফাঁসিতে ঝুলিয়ে মানুষ হত্যা করেছিলেন জিয়াউর রহমান।